নতুন আইনে ওয়াকফ বোর্ডের অধীনে থাকা ৫৮ একর জমি সরকারি নামে রেজিস্টার করলো উগ্র হিন্দুত্ববাদী সরকার

0
116

ভারতের উত্তর প্রদেশে ওয়াক্‌ফ বোর্ডের আওতাধীন ৫৮ একর জমি সরকারি নামে রেজিস্টার করেছে উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি শাসিত সরকার। তারা দাবী করছে, এই জমিগুলো ভুলে ওয়াক্‌ফ বোর্ডের নামে রেজিস্টার করা হয়েছে।

স্থানীয় মুসলিমরা গণমাধ্যমকে জানিয়েছে, বিরোধীদল ও মুসলিমদের তীব্র বিরোধিতা সত্ত্বেও সম্প্রতি পাশ হওয়া বিতর্কিত ওয়াক্‌ফ সংশোধনী আইনের দোহাই দিয়ে ওয়াক্‌ফ বোর্ডে সম্পদ দখল করছে উগ্র বিজেপি সরকার।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাতে জানা যায়, উত্তর প্রদেশের কৌশম্বি জেলায় ওয়াক্‌ফ বোর্ডের অধীনে নিবন্ধিত মোট জমির পরিমাণ ৯৮.৯৫ হেক্টর। ওই জমির মধ্য থেকে ৫৮ একর ওয়াক্‌ফ বোর্ডের অধীনে থাকা জমি উত্তর প্রদেশের সরকারের নামে রেজিস্টার করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলার ম্যাজিস্ট্রেট মধুসূদন হুগলী। রিপোর্টে আরও বলা হয়, ভবিষ্যতে ওয়াক্‌ফ বোর্ডের জমি দখল করার জন্য পুনরায় কমিটি গঠন করছে উগ্রবাদী বিজেপি সরকার।

ভারতে সম্প্রতি পাশ হওয়া সংশোধিত ওয়াক্‌ফ বিলে অসংখ্য ত্রুটি রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা বৃদ্ধি তার মাঝে অন্যতম একটি। এই বিষয়ে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সংশোধিত ওয়াক্‌ফ বিলকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক পিটিশন দায়ের করা হয়েছে ইতিমধ্যে। বুধবার (১৬ এপ্রিল) এক পিটিশনের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারসাম্য রক্ষায় একটি অন্তর্বর্তীকালীন অধ্যাদেশ জারির প্রস্তাব করেছে।


তথ্যসূত্র:
1. Uttar Pradesh: 58 acres of Waqf land registered as government property
– https://tinyurl.com/ykj3y7za

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা দখলের ঘৃণ্য পরিকল্পনা নিশ্চিত করলো দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় আরো ২৫ ফিলিস্তিনি নিহত