
দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় একশো। এতে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ছাড়িয়ে গেছে। বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ এপ্রিল, বুধবার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর হামলায় গাজায় আরও অন্তত ২৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের এই গণহত্যামূলক আগ্রাসনে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ২৫ জনে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছ, বুধবার ইহুদিবাদী দেশটির হামলায় আহত হয়েছেন ৮৯ জন। তাদেরকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৪৩২ জনে দাঁড়িয়েছে। বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার ধ্বংসস্তূপে এখনও ১০ হাজারের বেশি মরদেহ পড়ে আছে। ভারী উদ্ধার সরঞ্জামের অভাব এবং রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় ও অব্যাহত হামলার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারায় এসব দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে দখলদার ইসরায়েলি বাহিনী বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৬৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪ হাজার ৪০০ জন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।
তথ্যসূত্র :
1. Israeli army kills 25 more Gazans as death toll surpasses 51,000
– https://tinyurl.com/29tap5ms