
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সেনা বাহিনীকে লক্ষ্য করে সম্প্রতি একটি সমন্বিত সামরিক অপারেশন পরিচালনা করছেন আল-কায়দা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা। এতে ৭০ এরও বেশি শত্রু সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, বেনিনের উত্তরে ট্রিপল সীমান্ত লাগোয়া দেশটির সামরিক বাহিনীর দুটি ঘাঁটি লক্ষ্য করে বৃহৎ পরিসরে একটি সমন্বিত আক্রমণ চালিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। গত ১৭ এপ্রিল, আলিবোরি রাজ্যের কান্দির অঞ্চলে অবস্থিত শত্রুর সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এই অভিযানটি চালানো হয়। প্রাথমিকভাবে দেশটির সামরিক বাহিনী দাবি করেছিল যে, মুজাহিদদের এই অভিযানে মাত্র ৮ বেনিনিজ সৈন্য নিহত এবং ১৩ সৈন্য আহত হয়েছে।
এদিকে শনিবার ১৯ এপ্রিল আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রচারিত এক রিপোর্টে ‘জেএনআইএম’ নিশ্চিত করেছে যে, ট্রিপল সীমান্তে গত ১৭ এপ্রিল বেনিনিজ সেনাবাহিনীর উপর মুজাহিদদের পরিচালিত অভিযানে কমপক্ষে ৭০ বেনিনিজ সৈন্য নিহত হয়েছে, এবং সাতটি সামরিক যান ধ্বংস হয়েছে। সেই সাথে মুজাহিদিনরা সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিয়েছেন এবং ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র জব্দ করেছেন।
এই অভিযানে শত্রু বাহিনী থেকে মুজাহিদদের জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি মর্টার, ৯টি দোশকা (ডিএসএইচকে), ১১টি রকেট লঞ্চার, ২২টি মেশিনগান, ৭৮টি ক্লাশিনকোভ, ৩টি মনুষ্যবিহীন বিমান (ড্রোন), ৩০৪টি ম্যাগাজিন, ৪৯টি গোলাবারুদের বাক্স, ৫১টি মর্টার শেল, ৬৪টি গ্রেনেড, ৬টি মোটরসাইকেল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/276az6yp