
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে দেশটির সামরিক বাহিনীর উপর একটি সফল আইইডি বোমা হামলা চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা, গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার, বেনিনিজ সেনাবাহিনীর একটি কনভয় লক্ষ্য করে আইইডি বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। বিস্ফোরণটি দেশের বুরগা রাজ্যের কোলোডর শহরের পূর্ব এলাকায় চালানো হয়েছে। এতে বেনিনিজ সেনাবাহিনীর একটি APC সাঁজোয়া যান ধ্বংস হয়। এসময় সাঁজোয়া যানে থাকা কত শত্রু সৈন্য হতাহত হয়েছে তা স্পষ্ট জানা যায় নি।
উল্লেখ্য যে, সাম্প্রতিক বছরগুলোতে মুজাহিদিনরা বেনিনে তাদের হামলার পরিধি বাড়িয়েছেন। মুজাহিদদের এসকল অভিযান দেশটির পূর্বাঞ্চলে সবচাইতে বেশি চালানো হয়েছে। তবে গত সোমবারের হামলাটি এখন পর্যন্ত “জেএনআইএম” মুজাহিদদের পরিচালিত দেশটির সবচেয়ে দক্ষিণে সংঘটিত হামলা বলে জানা গেছে, যা নাইজেরিয়ার কাইনজি সীমান্তে অবস্থিত। এদিকে নাইজারের এই অঞ্চলটিতে কয়েক বছর ধরেই সক্রিয় রয়েছে আল-কায়েদা শাখা “জামা’আত আনসারুল মুসলিমিন” এর মুজাহিদিনরা। নতুন করে বেনিনের দিক থেকে এই সীমান্তে ‘জেএনআইএম’ এর উপস্থিতি বাড়ায় আতংকিত বেনিনিজ ও নাইজেরিয়ান সেনাবাহিনী।