ভিডিও || ভারতে মুসলিম যুবককে হত্যার পর ভিডিও বার্তায় আরও ২৬০০ মুসলিমকে হত্যার হুমকি

0
145

ভারতের আগ্রায় গুলফাম নামে এক মুসলিম যুবককে গুলি করে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় আরও ২৬০০ মুসলিমকে হত্যার হুমকি দেয় ওই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা।

গত ২৫ এপ্রিল ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’-এর একটি প্রতিবেদনে জানানো হয়, আগ্রা শহরে একটি বিরিয়ানি দোকান চালাতেন মুসলিম যুবক গুলফাম। ২৩ এপ্রিল রাতে তিন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তার দোকানে পৌঁছায়। তারা গুলফামকে নাম জিজ্ঞেস করে, তিনি নাম বলার সঙ্গে সঙ্গেই তারা তাঁর বুকে গুলি চালায়। সে সময় গুলফামের চাচাতো ভাই সাইফ আলী দোকান পরিষ্কারের কাজ করছিলেন। গুলির শব্দে তিনি বাইরে এলে তাঁর দিকেও গুলি ছোড়া হয়, তবে গুলিটি ঘাড়ে লাগায় তিনি বেঁচে যান।

এই নৃশংস হত্যাকাণ্ডের একদিন পর হামলাকারীরা একটি ভিডিও বার্তা প্রকাশ করে। সেখানে তারা দাবি করে, কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার ‘বদলা’ নিতে তারা ২ হাজার ৬০০ মুসলিমকে হত্যা করবে। ভিডিওতে এক হামলাকারী নিজেকে ‘ক্ষত্রিয় গোরক্ষক দল’-এর সদস্য হিসেবে পরিচয় দেয়।

এ ঘটনায় ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভিডিও প্রকাশের পর পুলিশ একজনকে আটক করেছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, যাকে আটক করা হয়েছে তাকে ভিডিওতে দেখা গেছে। পুলিশ দাবি করেছে, ওই হামলাকারী রাজনৈতিক নিরাপত্তা পেতে এখন নিজেকে ক্ষত্রিয় গোরক্ষক দলের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে।

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:

ভিডিও লিংক: https://archive.org/details/muslim-youth-killed-in-up-23-04-2025


তথ্যসূত্র:
1. Agra Muslim victim’s cousin recognised the killer in gau rakshak video, called police
– https://tinyurl.com/mr3r6kmw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিজয় অথবা শাহাদাতের আগ পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে: আবু উবাইদাহ হাফিযাহুল্লাহ্
পরবর্তী নিবন্ধবৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আয়োজন; প্যান্ডেলে আগুন দিল স্থানীয় জনতা