বাফার জোনের অভ্যন্তরে মুজাহিদদের স্নাইপারের আঘাতে ২ অফিসার সহ হতাহত ৪ জায়োনিস্ট সৈন্য

0
178

ফিলিস্তিনভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ যোদ্ধারা নতুন কৌশলে গাজা উপত্যকায় জায়োনিস্ট বাহিনীকে টার্গেট করে চলছেন। মুজাহিদিনরা গেরিলা যুদ্ধ প্রদ্ধতি অনুসরণ করে স্থল অভিযানের পাশাপাশি চালাচ্ছেন ব্যাপক স্নাইপার হামলা।

সেই ধারাবাহিকতায়, আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদিনরা গত ২৫ এপ্রিল শুক্রবার, বাফার জোনের অভ্যন্তরে গাজার রাফাহ শহরের তেল আল-সুলতান এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করছেন। অভিযানটি জায়োনিস্ট বাহিনীর ১৬তম ব্রিগেডের একটি গোপন ইউনিটকে টার্গেট করে চালানো হয়। এই অভিযানে মুজাহিদিনরা কোনো বিস্ফোরক বা রকেট লঞ্চারের ব্যবহার ছাড়াই জায়োনিস্ট বাহিনীকে টার্গেট করে সরাসরি গুলি চালান। মুজাহিদদের এই হামলায় জায়োনিস্ট দলটির ডেপুটি কমান্ডার ও এক সৈন্য নিহত হয়। সেই সাথে অফিসার পদে অধিষ্ঠিত এক সৈন্য গুরুতর আহত সহ মোট ২ জায়োনিস্ট সৈন্য আহত হয়।

মুজাহিদিনরা সফল এই অভিযান শেষে নিরাপদে ঘটনাস্থল থেকে প্রস্থান করেন। পরে হতাহত সেনাদের উদ্ধার করতে জায়োনিস্ট বাহিনীর একটি হেলিকপ্টার এলাকায় অবতরণ করে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/35rhuuy4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় শত্রু ঘাঁটিতে মুজাহিদদের হামলা: ১০ সেনা নিহত, ১৩টি সামরিক যানবাহন ধ্বংস
পরবর্তী নিবন্ধসীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ