কাশ্মীরে হামলার দোহাই দিয়ে গর্ভবতী মুসলিম নারীকে চিকিৎসা দিল না হিন্দু চিকিৎসক

0
130

কাশ্মীরে হামলার দোহাই দিয়ে এক মুসলিম গর্ভবতী নারীকে চিকিৎসা দেয়নি ভারতের গাইনি বিশেষজ্ঞ এক হিন্দু মহিলা ডাক্তার। শুক্রবার (২৫ এপ্রিল) পশ্চিম বঙ্গের কলকাতায় এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে।

গত সাত মাস যাবত কলকাকাতার কাস্তুরি মেমোরিয়াল সুপার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন গর্ভবতী ওই মুসলিম নারী। তাকে চিকিৎসা প্রদান করছিল গাইনি বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডা. সি কে সরকার।

ভুক্তভোগী ওই মুসলিম নারীর এক আত্মীয় গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত ডাক্তার সি.কে সরকার গর্ভবতী ওই মুসলিম মহিলাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়। সে বলে, ‘কাশ্মীরের ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি কোনও মুসলিমকে আর সেবা দিবো না।’

এক পর্যায়ে ওই ডাক্তার আক্রমণাত্মক ভাষায় ভুক্তভোগী মুসলিম নারীকে বলেন, “হিন্দুদের উচিত তোমার স্বামীকে হত্যা করা, তাহলে তুমি বুঝতে পারবে। আমাদের উচিত সকল মুসলিমকে নিষিদ্ধ করা।”


তথ্যসূত্র:
1. Kolkata doctor denies treatment to pregnant Muslim woman citing Pahalgam attack
– https://tinyurl.com/242n55ts

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে ‘ডি-হিউম্যানাইজ’ করা হচ্ছে মুসলিমদের; ছড়ানো হচ্ছে জঘন্য ইসলাম বিদ্বেষ
পরবর্তী নিবন্ধতালিবান শাসনামলে আফগানিস্তানে ওষুধ উৎপাদন বেড়ে ৯০০ প্রকারে পৌঁছেছে