জেদ্দায় আন্তর্জাতিক হজ্ব সম্মেলনে অংশগ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া

0
147

সৌদি আরবের জেদ্দায় ৪৯তম আন্তর্জাতিক হজ্ব সম্মেলনে অংশগ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।

২ জুন বাখতার নিউজের খবরে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, জেদ্দায় অনুষ্ঠিত ৪৯তম আন্তর্জাতিক হজ্ব সম্মেলনে অংশগ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির হজ্ব ও ধর্মমন্ত্রী শেখ নূর মুহাম্মদ সাকিব হাফিযাহুল্লাহ ইমারত সরকারের প্রতিনিধি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

সম্মেলনে হজ্ব সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শরঈ, আইনী ও বৈধ বিষয়াদি নিয়ে আলোচনা হয়। শরীয়ত ও চাহিদার আলোকে হাজ্বীদের সুযোগ সুবিধা মূল্যায়ন ও উন্নত করার বিষয়ে আলাপ হয়, যেন হাজ্বীরা খুবই মসৃণভাবে এই মহান ইবাদাত আদায় করতে পারেন। সর্বোচ্চ আরাম ও নিরাপদে হজ্ব আদায় নিশ্চিত করা যায়।

সম্মেলণে আফগান হজ্ব ও ধর্মমন্ত্রী মন্ত্রী হজ্ব পরিষেবা উন্নত করার ও ধর্মীয় ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতির উপর জোর দেন। এছাড়া এতে অংশগ্রহণকারী মুসলিম বিশ্বের প্রতিনিধিরাও হজ্ব বিষয়ে নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

বিশ্বের নানান প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ মুসলমানের হজ্বযাত্রার অভিজ্ঞতা আরো সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সৌদি সরকারের হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীনে এই বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে থাকে। মুসলিম বিশ্বের হজ্ব বিষয়ক মন্ত্রী, কর্মকর্তা, আলেম ও প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করে থাকেন। শরঈ ও আইনী বিষয়গুলো ঠিক রেখে হাজ্বীদের চাহিদা অনুযায়ী হজ্ব ব্যবস্থাপনাকে আরো সুন্দর, সুশৃঙ্খল ও আরামদায়ক করতে এতে আলাপ-আলোচনা করা হয়।


তথ্যসূত্র:
1. Minister of Hajj Attends Jeddah International Conference
– https://tinyurl.com/5m385a9m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের নানগারহার প্রদেশে বিতর্কিত ৬০৯ একর জমি সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা
পরবর্তী নিবন্ধভারতের সিকিমে ভূমিধসে নিশ্চিহ্ন সেনা ক্যাম্প, ৩ সেনা নিহত, নিখোঁজ ৬