
সৌদি আরবের জেদ্দায় ৪৯তম আন্তর্জাতিক হজ্ব সম্মেলনে অংশগ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।
২ জুন বাখতার নিউজের খবরে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, জেদ্দায় অনুষ্ঠিত ৪৯তম আন্তর্জাতিক হজ্ব সম্মেলনে অংশগ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির হজ্ব ও ধর্মমন্ত্রী শেখ নূর মুহাম্মদ সাকিব হাফিযাহুল্লাহ ইমারত সরকারের প্রতিনিধি হিসেবে এতে উপস্থিত ছিলেন।
সম্মেলনে হজ্ব সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শরঈ, আইনী ও বৈধ বিষয়াদি নিয়ে আলোচনা হয়। শরীয়ত ও চাহিদার আলোকে হাজ্বীদের সুযোগ সুবিধা মূল্যায়ন ও উন্নত করার বিষয়ে আলাপ হয়, যেন হাজ্বীরা খুবই মসৃণভাবে এই মহান ইবাদাত আদায় করতে পারেন। সর্বোচ্চ আরাম ও নিরাপদে হজ্ব আদায় নিশ্চিত করা যায়।
সম্মেলণে আফগান হজ্ব ও ধর্মমন্ত্রী মন্ত্রী হজ্ব পরিষেবা উন্নত করার ও ধর্মীয় ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতির উপর জোর দেন। এছাড়া এতে অংশগ্রহণকারী মুসলিম বিশ্বের প্রতিনিধিরাও হজ্ব বিষয়ে নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
বিশ্বের নানান প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ মুসলমানের হজ্বযাত্রার অভিজ্ঞতা আরো সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, সৌদি সরকারের হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীনে এই বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে থাকে। মুসলিম বিশ্বের হজ্ব বিষয়ক মন্ত্রী, কর্মকর্তা, আলেম ও প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করে থাকেন। শরঈ ও আইনী বিষয়গুলো ঠিক রেখে হাজ্বীদের চাহিদা অনুযায়ী হজ্ব ব্যবস্থাপনাকে আরো সুন্দর, সুশৃঙ্খল ও আরামদায়ক করতে এতে আলাপ-আলোচনা করা হয়।
তথ্যসূত্র:
1. Minister of Hajj Attends Jeddah International Conference
– https://tinyurl.com/5m385a9m