ভিডিও || ভারতের উত্তর প্রদেশে বুলডোজার দিয়ে মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে প্রাশাসন

0
92

ভারতের উত্তর প্রদেশের শ্রাবস্তী জেলার ফতেহপুর বাঙাই এলাকায় জেলা প্রশাসনের অভিযানে একটি মাদরাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, উক্ত মাদরাসাটি অবৈধ ছিল এবং আদালতের নির্দেশে তা ভেঙে ফেলা হয়েছে।

গত ১৮ জুন এ ঘটনাটি ঘটে। প্রশাসনের তথ্যমতে, ওই এলাকায় মোট তিনটি মাদরাসাকে ‘অবৈধ নির্মাণ’ বলে দাবি করা হয়। এর মধ্যে একটি মাদরাসা সরাসরি প্রশাসনের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বাকি দুটি—‘গাউসিয়া তাজুল উলুম মাদরাসা’ (রামপুর বসতি) ও ‘গাউসিয়া ফয়জানে রাজা শামশুল মাদরাসা’ (নগইগাঁও) প্রশাসনের আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেঙে ফেলতে বাধ্য হয়।

এ ঘটনায় স্থানীয় মুসলিম জনগণের মাঝে উত্তেজনা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধুমাত্র ‘অবৈধ নির্মাণ’ সরানোর বিষয় নয়, বরং মুসলিমদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা।

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:

ভিডিও লিংক: https://archive.org/details/indian-administration-demolished-a-madrasa-18-06-2025


তথ্যসূত্র:
1. The district administration demolished a madrasa
– https://tinyurl.com/mtxf5rce

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জঘন্য ভাষায় কটূক্তি চুয়েট শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধচীনা কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে তালিবান প্রতিনিধির বৈঠক, বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা