চীনা কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে তালিবান প্রতিনিধির বৈঠক, বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা

0
98

সম্প্রতি ইমারতে ইসলামিয়ার উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ’র নেতৃত্বে তালিবান প্রতিনিধিদল চীন সফর করেছেন। এই সময় চীনা ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিনিয়োগকারীদের সাথে তিনি এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ এবং পররাষ্ট্র উপমন্ত্রী মুহাম্মদ নাঈম ওয়ারদাক হাফিযাহুল্লাহ।

উক্ত বৈঠক আফগান-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত বহন করছে। বৈঠকে চীন সরকারের গৃহীত ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন মৌলভী হানাফি হাফিযাহুল্লাহ, পাশাপাশি তিনি বিভিন্ন খাতে উভয় দেশের সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছেন।

চাইনিজ বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, দেশী-বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে ইমারতে ইসলামিয়া সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। বিশেষত চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে পৃথক মনোযোগ প্রদান করছেন আফগান প্রশাসন।

অপরদিকে ইমারতে ইসলামিয়ার শাসনামলে আফগানিস্তানের ইতিবাচক অগ্রগতির বিষয় স্বীকার করেছে চীন কর্মকর্তাগণ। তারা চীন-আফগান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরেছে। বৈঠকে আফগানিস্তানে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে চীনা বিনিয়োগকারীগণ। এছাড়া ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও অগ্রগতির ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেছে।


তথ্যসূত্র:
1. Deputy PM Hanafi Meets Engages Chinese Officials, Investors
– https://tinyurl.com/38rppna8
2. Hanafi in China: Strong and friendly relations require positive engagement
– https://tinyurl.com/4a9jv6x8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ভারতের উত্তর প্রদেশে বুলডোজার দিয়ে মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে প্রাশাসন
পরবর্তী নিবন্ধবিশ্বের শিশু হতাহতের ২০ শতাংশই ঘটেছে ইসরায়েলি নৃশংসতায়