
ইসরায়েলের কারমিয়েল শহরে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার সময় সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে এক ইসরায়েলি নারী। গত ২০ জুন হামলার সময় দেশটির বিভিন্ন শহরে আহত হয়েছে আরও অন্তত কয়েক ডজন ইহুদি নাগরিক।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই নেট নিউজের খবরে বলা হয়, ওই দিন ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ২৩টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলার প্রেক্ষিতে ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়। এ সময় উত্তরের শহর কারমিয়েলে আশ্রয়কেন্দ্র খোলা হয় সাধারণ ইহুদি নাগরিকদের নিরাপত্তার জন্য। ঠিক তখনই আশ্রয়ে থাকা অবস্থায় এক নারী হঠাৎ আতঙ্কে আক্রান্ত হয়ে পড়ে যায়।
জরুরি সেবা সংস্থা ‘মেগান ডেভিড অ্যাডম’ জানায়, ৫১ বছর বয়সী ওই নারী ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন শুনে মানসিকভাবে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে। অনেকক্ষণ ধরে চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।
তথ্যসূত্র:
1. Woman dies of cardiac arrest during Iranian missile barrage
– https://tinyurl.com/24h37uex