
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশকে অবাঞ্ছিত ঘোষণা করে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা।
শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সোয়া ১০টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার দাবি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ আওয়ামী লীগকে পূর্ণবাসন করছে। এজন্য তারা আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসেবে তাকে অবাঞ্চিত ঘোষণা করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘এক দুই তিন চার, প্রীতম তুই গাদ্দার’, ‘বয়কট বয়কট, প্রীতম দাশ বয়কট’ ইত্যাদি স্লোগান দেয়।
তথ্যসূত্র:
১. আ.লীগ ও ইসকন সদস্যকে পুনর্বাসনের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
– https://tinyurl.com/4z86ys96