চিহ্নিত আ.লীগ নেতা পেল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক পদ

0
36

কুমিল্লার মেঘনায় আব্দুল মান্নান মিয়া নামের আওয়ামী লীগের পদপ্রাপ্ত এক নেতাকে ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। শুক্রবার (২০ জুন) ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি সবার নজর কাড়ে।

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিল আব্দুল মান্নান মিয়া। গত ১৭ জুন (মঙ্গলবার) বড়কান্দা ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড বিএনপির এক সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সির উপস্থিতিতে আওয়ামী লীগের ওই নেতাকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ নেতাকে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক করে নাম ঘোষণা করার পর থেকে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার আব্দুল মান্নান মিয়ার আওয়ামী লীগের পদসহ আওয়ামী লীগের প্যাডে একটি কমিটির তালিকা ভাইরাল হয় ফেসবুকে।

ভাইরাল হ‌ওয়া তালিকায় দেখা গেছে, বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদের পাশে আব্দুল মান্নান মিয়ার নাম। এ নিয়ে চাপা ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে।


তথ্যসূত্র:
১. আ.লীগ নেতা এখন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক
– https://tinyurl.com/4x795usn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআওয়ামীলীগ ও ইস্কন সদস্যকে পুর্নবাসনের অভিযোগে এনসিপি নেতাকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্র-জনতার
পরবর্তী নিবন্ধযৌথবাহিনীর অভিযানে আটক বিএনপি ওয়ার্ড সভাপতি; দেশি ও বিদেশি অস্ত্রসহ ১০৫ পিস ইয়াবা উদ্ধার