
খুলনা মহানগরীর ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন বুলবুলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (২০ জুন) রাতে তাদের নগরীর টুটপাড়া তালতলা মেইন রোড থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশি, বিদেশি অস্ত্র এবং ইয়াবা জব্দ করা হয়েছে।
আটকৃতরা হল, নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে যুবদল নেতা শেখ তৌহিদুর রহমান (৪২), শেখ মোহাম্মদ তৌহিদুর রহমানের ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান (১৯) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. আরিফ হোসেন (৩১)।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ শুক্রবার (২০ জুন) রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত টুটপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এ সময় সালাউদ্দিন মোল্লা বুলবুল, তৌহিদুর রহমান, আরিফ হোসেন, ও তাসফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
তথ্যসূত্র:
১. খুলনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৪, অস্ত্র-মাদক জব্দ
– https://tinyurl.com/mr22n9xb