জ্বালানি খাতে নতুন ৫৭টি মান ও টেস্টিং পদ্ধতি অনুমোদন করল ইমারতে ইসলামিয়া

0
80

গত ২১ জুন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মান নিয়ন্ত্রণ বিষয়ক হাই কাউন্সিলের ৪র্থ বিশেষ সভা। উক্ত সভায় জ্বালানি পণ্যের মান নিয়ন্ত্রণ ও টেস্টিং পদ্ধতি সংক্রান্ত ৫৭টি নীতিমালা অনুমোদন করা হয়।

এর আগে, আমদানিকৃত জ্বালানির জন্য একটি নতুন মানকাঠামো গড়ে তুলতে ইমারতে ইসলামিয়ার মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও নিম্নমানের জ্বালানি প্রতিরোধ কমিটির প্রতি আহ্বান জানিয়েছিলেন আমীরুল মু’মিনীন। সেই প্রেক্ষাপটে সভাটি আহ্বান করা হয়।

উপপ্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, জনস্বাস্থ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া, যার উদ্দেশ্য হল নিম্নমানের জ্বালানি পণ্য আমদানি নিয়ন্ত্রণ করা। উক্ত পদক্ষেপ দেশীয় বাজারের গুণমান ও ভোক্তাদের আস্থা বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নতুন অনুমোদিত মান ও টেস্টিং পদ্ধতিগুলো কঠোরভাবে প্রয়োগ করতে সংশ্লিষ্ট কমিটির প্রতি নির্দেশ দিয়েছেন উপপ্রধানমন্ত্রী। দেশীয় উৎপাদন ও আমদানি উভয় ক্ষেত্রে নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলতে তিনি বেসরকারি খাতের প্রতিও আহ্বান জানিয়েছেন।


তথ্যসূত্র:
1. Extraordinary Meeting of High Council for Standards Focuses on Fuel Quality
– https://tinyurl.com/32526ec8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউচ্চশিক্ষায় বিশ্ব র‍্যাংকিং-এ গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে কাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধহেরাত প্রদেশে ঢল নেমেছে ইরান ফেরত আফগান শরণার্থীদের, সমস্যা মোকাবেলায় জরুরি টাস্কফোর্স গঠন