হেরাত প্রদেশে ঢল নেমেছে ইরান ফেরত আফগান শরণার্থীদের, সমস্যা মোকাবেলায় জরুরি টাস্কফোর্স গঠন

0
253

ইরান থেকে আফগান শরণার্থীগণ হাজারে হাজারে স্বদেশে ফিরে আসছেন। প্রত্যাবর্তিত শরণার্থীদের সমস্যা মোকাবেলায় একটি জরুরি টাস্কফোর্স গঠন করেছে হেরাতের প্রাদেশিক প্রশাসন। টাস্ক ফোর্সটি সরকারি বিভিন্ন সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠন করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন প্রায় ৮ হাজার আফগান শরণার্থী ইসলাম কালা সীমান্ত দিয়ে আফগানিস্তানের হেরাত প্রদেশে প্রবেশ করছেন।

হেরাত প্রদেশের গভর্নর মৌলভী নূর আহমদ ইসলামজার হাফিযাহুল্লাহ’র সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উক্ত বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধি, শিল্পপতি ও বিভিন্ন ইউনিয়নের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা ফেরত আসা শরণার্থীদের সমস্যাগুলো পর্যালোচনা করেছেন। শরণার্থীদের খাদ্য, আবাসন ও কর্মসংস্থান সুবিধা প্রদান করতে তাৎক্ষণিক পদক্ষেপসমূহ নিয়ে তারা আলোচনা করেছেন।

বেসরকারি খাতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গভর্নর ইসলামজার হাফিযাহুল্লাহ। তিনি সরকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের মধ্যে শক্তিশালী সমন্বয়ের জন্য আহ্বান জানান। প্রত্যাবর্তনকারীদের মৌলিক চাহিদা পূরণ করা একটি যৌথ কর্তব্য বলে তিনি অভিহিত করেছেন।

অপরদিকে, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিগণ। বিশেষত তারা হেরাত শিল্প পার্কে প্রত্যাবর্তিতদের কর্মসংস্থানের সুযোগ প্রদানে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


তথ্যসূত্র:
1. Emergency Committee Established in Herat to Address Returnees from Iran
– https://tinyurl.com/2s3mytxb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি খাতে নতুন ৫৭টি মান ও টেস্টিং পদ্ধতি অনুমোদন করল ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধগাজায় একদিনে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে শহীদ করল দখলদার ইসরায়েল