কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

2
201

পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে এবার কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একইসঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহার ওপর দিয়ে অগ্নিশিখা উড়ে যেতে দেখা গেছে।

কাতারের বিভিন্ন অঞ্চল থেকে বিকট বিস্ফোরণের শব্দও শোনা গেছে। তবে, এগুলো ক্ষেপণাস্ত্র কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

এদিকে ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ জানিয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এছাড়া একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে যে, কাতার এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। ইরানের পক্ষ থেকে এই অভিযানকে ‘বিজয়ের ঘোষণা’ বলা হচ্ছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তারা কাতারে অবস্থিত আমেরিকান আল-উদেইদে বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


তথ্যসূত্র:
1. Iran says launched attack on US troops at Al Udeid Air Base in Qatar
– https://tinyurl.com/bdh2237d
2. Iran confirms missile attack on U.S. military base in Qatar
– https://tinyurl.com/5y82jpnn

2 মন্তব্যসমূহ

  1. আলহামদুলিল্লাহ, ইরানকে নিয়ে হতাশা এখন কিছুটা হলেও কমবে। কারণ বড় শয়তানকে সে আঘাত করতে পেরেছে। কিন্তু মালহামাতুল কুবরার শুরুটা কি এখান থেকেই হচ্ছে??

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || সোমালিয়ায় মার্কিন প্রশিক্ষিত দানব ফোর্সের বিরুদ্ধে শাবাবের দুর্দান্ত অভিযানের ফুটেজ
পরবর্তী নিবন্ধইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত দখলদার ইসরায়েল, নিহত ৩ আরও ২২ জন আহত