ভারতীয় সেনাদের গুলিতে আরও এক কাশ্মীরি যুবক শহীদ

0
21

কাশ্মীরে দখলদার ভারতীয় বাহিনীর গুলিতে আরও এক নিরপরাধ কাশ্মীরি যুবক শহীদ হয়েছেন। গত ২৬ জুন কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

কাশ্মীর মিডিয়া সার্ভিস (কেএমএস)-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা কথিত ‘তল্লাশি অভিযান’-এর নামে ওই এলাকায় ঢুকে নির্বিচারে তাণ্ডব চালায় এবং এক নিরস্ত্র যুবককে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই শহীদ হন।

সম্প্রতি প্রতিদিনই দখলকৃত জম্মু-কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ‘নিরাপত্তা’ অজুহাতে অভিযান চালিয়ে যাচ্ছে মোদি সরকারের হিন্দুত্ববাদী প্রশাসন। ইসরায়েলি কায়দায় আচমকা বাড়ি ও জনপদ ঘিরে ফেলে কাশ্মীরি যুবকদের আটক কিংবা গুলি করে হত্যা করছে ভারতীয় বাহিনী। এসব বর্বর অভিযানের অধিকাংশই হয় কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ ছাড়াই।

এছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীরের কৃষিজমি ও ব্যক্তিমালিকানাধীন জায়গা ‘সরকারি’ বা ‘অবৈধ’ ঘোষণা করে দখল করে নেওয়ার ঘটনাও বেড়েছে। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেই এসব ভূমি দখলের ঘটনা বেশি ঘটছে, যা কাশ্মীরিদের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দেওয়ার একটি সুপরিকল্পিত পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।


তথ্যসূত্র:
1. Indian troops martyr one Kashmiri youth in Udhampur
– https://tinyurl.com/s4v3dmxt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুহাররম ও আশুরায় করণীয়-বর্জনীয় বিষয়সমূহ
পরবর্তী নিবন্ধভিডিও || রাশিয়ায় আফগান শিশুকে আছাড় মারার ঘটনায় ইহুদির শাস্তি নিশ্চিত করতে তৎপর ইমারতে ইসলামিয়া সরকার