
উত্তর গাজায় ক্রসিং পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল, যার ফলে ভূখণ্ডটিতে দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা শত-সহস্র মানুষের জন্য ত্রাণ সরবরাহের সবচেয়ে সরাসরি পথটি বন্ধ হয়ে গেল। এই পদক্ষেপ গাজার মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, দুর্বৃত্ত ইসরায়েল বেশ কয়েক মাস ধরে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিয়ে আসছে। মাঝেমধ্যে কিছু ট্রাককে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এর ফলে ফিলিস্তিনের এই উপত্যকাটিতে অনাহার, ওষুধের অভাব এবং স্বাস্থ্য সংকট চরম আকার ধারণ করেছে। দীর্ঘ এই অবরোধে গাজার পুরো জনগোষ্ঠী মানবিক বিপর্যয়ে ধুঁকছে, এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এটিকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে।
সর্বশেষ খবরে জানা গেছে, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী সন্ত্রাসী নেতানিয়াহু গাজায় ত্রাণ সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক মহল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
ইসরায়েলের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন গাজায় মানবিক সহায়তা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যেই উত্তর গাজায় দুর্ভিক্ষের চরম শঙ্কা দেখা দিয়েছে, কারণ অক্টোবর মাস থেকে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী এই অঞ্চলকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে।
এদিকে, গাজা প্রশাসনের তথ্যমতে, গত চার সপ্তাহে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে সহায়তা নিতে গিয়ে ৫৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৪ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া ৩৯ জন নিখোঁজ হয়েছেন। গাজার কর্তৃপক্ষ এই কেন্দ্রগুলোকে ‘মৃত্যুফাঁদ’ হিসেবে আখ্যা দিয়ে বলছে, দখলদার ইসরায়েল খাদ্যকে গণহত্যার অস্ত্রে রূপান্তরিত করেছে।
তথ্যসূত্র:
1.Israel closes the most direct route for aid to Palestinians in Gaza
– https://tinyurl.com/drmx5ewr
2. Israel Gaza News | Israel Closes The Most Direct Route For Aid To Palestinians In Gaza | N18G
– https://tinyurl.com/3k8s97sd