
পশ্চিমতীরের জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের চলমান বর্বর অভিযান “আয়রন ওয়াল” অভিযানে ধ্বংস হয়েছে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি। এই অভিযানের মাধ্যমে দখলদার ইহুদি রাষ্ট্রটি পশ্চিমতীরের উত্তরাঞ্চলকে কার্যত মানববিরোধী নিষ্ঠুরতার পরীক্ষাগারে পরিণত করেছে।
জেনিন ক্যাম্পের মিডিয়া কমিটি জানিয়েছে, শুধু তাদের শিবিরেই ৬০০’র অধিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। বাকি অনেক ঘর আংশিক ক্ষতিগ্রস্ত ও বাসযোগ্যতা হারিয়েছে। গত ১৫৯ দিন ধরে টানা চলে আসা এই আগ্রাসনে শহীদ হয়েছেন অন্তত ৪২ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত ও আটক ব্যক্তিদের সংখ্যা অসংখ্য। কমিটি জানিয়েছে, এ পর্যন্ত ২২,০০০ মানুষকে জোরপূর্বক গৃহত্যাগে বাধ্য করেছে দখলদার বাহিনী।
অন্যদিকে, তুলকারেম ও নূর শামস শিবিরে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে আরও ৪০০টি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২,৫৭৩টি ঘর। ইহুদিবাদী সেনারা ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, শিগগিরই ওই দুটি শিবিরের আরও ১০৬টি ভবন ধ্বংস করা হবে, যার আওতায় রয়েছে ২৫০টির অধিক আবাসিক ইউনিট।
এই অব্যাহত আগ্রাসনে তুলকারেমে শহীদ হয়েছেন ১৩ জন, যাদের মধ্যে এক শিশু ও দুজন নারী রয়েছেন, এর মধ্যে একজন ছিলেন গর্ভবতী। মিডিয়া কমিটির হিসেব অনুযায়ী, এই অঞ্চলে আরও ৫,০০০ পরিবার — অর্থাৎ প্রায় ২৫,০০০ মানুষ — গৃহহীন হয়ে চরম মানবিক সংকটে পড়েছে। শিবিরগুলোর প্রবেশপথ সম্পূর্ণভাবে সিল করে ‘মৃত অঞ্চল’তে পরিণত করেছে দখলদার বাহিনী।
জেনিন, তুলকারেম ও নূর শামস শিবিরে দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসন নিছক সামরিক অভিযান নয়—এটি একটি পরিকল্পিত জাতিগত নির্মূল প্রচেষ্টা। মুসলিমদের ঘরবাড়ি ধ্বংস, শিশু-নারীদের হত্যা ও জোরপূর্বক গৃহত্যাগে বাধ্য করা একটি সুপরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ। ইসলামের এই পবিত্র ভূমিতে মুসলিমদের অস্তিত্বই যেন সহ্য করতে পারছে না ইহুদিবাদী দখলদার রাষ্ট্রটি।
তথ্যসূত্র:
1. IOF destroys 1,000 Palestinian homes in 3 West Bank refugee camps since January
– https://tinyurl.com/4fnv6tdv
2. Israel has demolished 1,000 Palestinian homes in West Bank camps since January: Media committees
– https://tinyurl.com/33me9cwv