ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধে দখলদার ইসরায়েলি সেনা নিহত

0
104

অবরুদ্ধ গাজার উত্তরে ফিলিস্তিনি যোদ্ধাদের সাহসী অভিযানে আরও এক দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ২৯ জুন, রবিবার কাফর জাবালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিজেদের সেনা নিহতের বিষয়টি স্বীকার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম ইস্রায়েল নাটান রোজেনফেল্ড। বয়স ২০ বছর। সে সার্জেন্ট পদে দায়িত্ব পালন করছিল এবং ৬০১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সদস্য ছিল। একই সঙ্গে সে আকাবাত হা-বারজেল (৪০১) ডিভিশনের অংশ হিসেবেও দায়িত্বে ছিল।

আইডিএফ-এর তথ্য অনুযায়ী, রোজেনফেল্ড হল জুন মাসে গাজায় নিহত ২০তম ইসরায়েলি সেনা। চলতি মাসটিকে গত এক বছরে সবচেয়ে বেশি সামরিক হতাহতের সময় হিসেবে উল্লেখ করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩০ জন সেনা প্রাণ হারিয়েছে। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধপর্বে এ পর্যন্ত ৮০০-এর বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এর আগে গত শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে তিনদিনে (২৭ জুন পর্যন্ত) অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

২৭ জুন, শুক্রবার গাজার উত্তরাঞ্চলের তুফাহ এলাকায় হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড একটি সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালায়। এতে যানটির ভেতরে থাকা ১৭ জন সেনার মধ্যে ৭ জন নিহত হয় এবং আহত হয় বাকি ১০ জন আইডিএফ সেনা।


তথ্যসূত্র:
1. IDF says soldier killed today by explosive device in north Gaza fighting
– https://tinyurl.com/4kp6fhta

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীসহ শহীদ আরও ৭২
পরবর্তী নিবন্ধশরণার্থীদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আফগানিস্তানের হেরাত প্রদেশে নতুন টাউনশিপ উদ্বোধন