শরণার্থীদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আফগানিস্তানের হেরাত প্রদেশে নতুন টাউনশিপ উদ্বোধন

0
59

আফগানিস্তানের হেরাত প্রদেশের জিন্দাযান জেলায় ৬ হাজার জেরিব (প্রায় ১,২০০ হেক্টর) জমিতে ফিরে আসা শরাণার্থীদের জন্য একটি নতুন টাউনশিপ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ইমারতে ইসলামিয়ার প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ।

কর্মকর্তাগণ জানান, উক্ত নগরীতে শরণার্থীদের জন্য আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মৌলিক অবকাঠামোসহ প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করা হবে। এতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধাদি অন্তর্ভুক্ত থাকবে।

শরনার্থীদের জন্য একটি মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রকল্পটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন মৌলভী হানাফি হাফিযাহুল্লাহ। এছাড়া প্রত্যাবর্তনকারীদের স্থায়ী ও উন্নত পরিষেবা সরবরাহের জন্য তিনি ইমারতে ইসলামিয়া সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। বক্তব্যে তিনি দেশব্যপী ২৫টি প্রদেশে এই ধরনের ৩৫টি টাউনশিপ নির্মাণের পরিকল্পনা ব্যক্ত করেছেন।

অপরদিকে, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রত্যাবর্তিত শরণার্থীগণ জানান, ভয় ও অনিশ্চয়তার পরিবর্তে আপন মাতৃভূমিতে তারা এখন শান্তিপূর্ণভাবে জীবন শুরু করতে পারবেন।


তথ্যসূত্র:
1. Construction Begins on 6,000-Jerib Township for Returnees in Herat
– https://tinyurl.com/2uw27cna

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধে দখলদার ইসরায়েলি সেনা নিহত
পরবর্তী নিবন্ধভারতের বিহারে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিশাল সমাবেশে অনুষ্ঠিত