আফগানিস্তানে বিদআত ও শির্ক চর্চার মাজার উচ্ছেদ করল ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
226

আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই-শরীফ এলাকায় ‘হাজত রাওয়া’ নামে একটি মাজারে ইসলামবিরোধী কর্মকাণ্ড পরিচালনা হওয়ায় এটি উচ্ছেদ করেছে ইমারতে ইসলামিয়ার প্রশাসন। দেশটির ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ’ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অভিযান পরিচালিত হয়।

গত ২৯ জুন স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বালখ প্রদেশে ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ’ মন্ত্রণালয়ের প্রধান মাওলানা উবায়দুল্লাহ হাক্কানি হাফিযাহুল্লাহ জানান, ওই স্থানে দীর্ঘদিন ধরে তাওয়াফ, পশু কোরবানি ও মানতের মতো কার্যকলাপ চলছিল, যা ইসলামি আকিদা ও শরিয়তের পরিপন্থী। বিশেষ করে প্রতি বুধবার বহু নারী সন্তান লাভ কিংবা ব্যক্তিগত চাহিদা পূরণের আশায় সেখানে নানা রকম রীতিনীতিতে অংশ নিত।

তিনি আরও জানিয়েছেন, পরিদর্শনের সময় মাজারটি থেকে একটি ব্যাগ ভর্তি পুরনো কুরআনের পাণ্ডুলিপি উদ্ধার করা হয়, এইগুলো যথাযথ মর্যাদা পাচ্ছিল না।

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:

ভিডিও লিংক: https://archive.org/details/shrine-demolished-in-balkh-over-un-islamic-practices

সরকারি তদন্ত ও আলেম-উলামা পরিষদের সুপারিশ অনুযায়ী মাজারটি ভেঙে ফেলা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, এটি সমাজ থেকে বিদআত, শির্ক ও ইসলামবিরোধী বিশ্বাস ও চর্চা দূর করা তাদের চলমান কর্মসূচির একটি অংশ।

স্থানীয় জনগণ সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, বছরের পর বছর এ ধরনের স্থানগুলো সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তিকর বিশ্বাস ছড়িয়ে দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, ইমারতে ইসলামিয়ার এমন উদ্যোগ সমাজে বিশুদ্ধ তাওহীদ ও সঠিক ইসলামি চেতনার বিকাশে সহায়ক হবে।


তথ্যসূত্র:
1. Shrine Demolished in Balkh Over Un-Islamic Practices
– https://tinyurl.com/3xcvm4d5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের বিহারে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিশাল সমাবেশে অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধইবিতে নারী শিক্ষার্থীদের হেনস্তাকারী সেই শিক্ষককে চাকুরি হতে অপসারণ