জাবিতে ফের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তি; সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বরখাস্ত শাতিম

0
171

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

বহিষ্কৃত ওই শিক্ষার্থী হল তৌফিক ইসলাম নাবিল। সে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ২৮ জুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে ওই শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া একটি কটূক্তিমূলক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়। ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তৌফিক নাবিলের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও তদন্ত সাপেক্ষে বহিষ্কার দাবি করে। ২৯ জুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি অভিযোগপত্র প্রদান করেন। অভিযোগে তারা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তৌফিক নাবিলকে তদন্ত সাপেক্ষে বহিষ্কার দাবি করেন।


তথ্যসূত্র:
১. জাবির সেই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি
– https://tinyurl.com/3prdxe9a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইবিতে নারী শিক্ষার্থীদের হেনস্তাকারী সেই শিক্ষককে চাকুরি হতে অপসারণ
পরবর্তী নিবন্ধপাকিস্তান জুড়ে ৩ দিনে ইত্তেহাদুল মুজাহিদিনের ১৪টি অভিযান: হতাহত কয়েক ডজন শত্রু সৈন্য