দুই কাশ্মীরিকে খুন ও একজনকে গ্রেফতার করেছে ভারতীয় সেনারা

0
29

দখলদার ভারতীয় বাহিনী কাশ্মীরে আবারো বর্বরতা চালিয়েছে। জম্মু-কাশ্মীরের রাজৌরির কেরি এলাকায় কথিত ‘তল্লাশি অভিযানের’ নামে দুই নিরীহ কাশ্মীরি যুবককে নির্মমভাবে হত্যা ও একজনকে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী।

গত ৩০ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ হত্যাকাণ্ড চালায়। ভারতীয় সেনারা দখলকৃত ভূখণ্ডে দিনকে দিন বেসামরিক নাগরিকদের টার্গেট করছে, এবং এসব অভিযানকে ‘জঙ্গিবিরোধী অভিযান’ বলে প্রচার করছে, যা আসলে কাশ্মীরিদের দমিয়ে রাখার এক নিষ্ঠুর কৌশল।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রচার করা হয়েছে যে, নিহত ও গ্রেফতার হওয়া ব্যক্তিরা ‘জঙ্গি’। তবে স্বাধীন পর্যবেক্ষক ও মানবাধিকার কর্মীদের মতে, ভারতীয় বাহিনী কাশ্মীরিদের ‘জঙ্গি’ তকমা দিয়ে নির্বিচারে হত্যা ও গ্রেফতার করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।


তথ্যসূত্র:
1. Indian troops martyr two Kashmiri youth, arrest one in Rajouri
– https://tinyurl.com/z5fsr3f4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেরালায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, হিন্দুদের পাত্র থেকে পানি পান করাই ছিল অপরাধ
পরবর্তী নিবন্ধগাজায় স্কুল, ত্রাণ বিতরণকেন্দ্রে বর্বর ইসরায়েলি হামলায় শহীদ ৯৫