
গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান আগ্রাসনের মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) ৮৮০ সদস্য নিহত হয়েছে। বিষয়টি স্বীকার করে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে আইডিএফ। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা এর বহুগুণ বেশি কিন্তু বরাবরের মতোই দখলদার ইসরায়েলি বাহিনী তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা গোপন করে আসছে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩২৯ জন প্রাণ হারায় ২০২৩ সালের ৭ অক্টোবরেই। এরপর গাজা ভূখণ্ডে ইসরায়েলি স্থল অভিযানের সময় আরও অন্তত ৪৩৬ সেনা নিহত হয়।
এছাড়াও, ইসরায়েলি পুলিশের প্রকাশিত পৃথক তালিকা অনুযায়ী, গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে পুলিশের ৫৮ সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা ছিল।
লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে ইসরায়েলের আরও ৮০ সেনা নিহত হয়। পশ্চিম তীর এবং ইসরায়েলের অভ্যন্তরেও সংঘর্ষে ১৭ সেনা প্রাণ হারিয়েছে।
এছাড়া, ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় ২ জন এবং ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন সেনা নিহত হয় বলে স্বীকার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
আইডিএফের তালিকায় আরও উল্লেখ রয়েছে, যুদ্ধক্ষেত্রের বাইরে বিভিন্ন দুর্ঘটনায় সেনা হতাহতের ঘটনা। যেমন, পশ্চিম তীরে গুলিতে একজন, লেবানন সীমান্তে গোলাবারুদ বিস্ফোরণে একজন এবং উত্তর ইসরায়েলে ট্যাঙ্ক দুর্ঘটনায় দুই সেনা নিহত হয়েছে।
দখলদার ইসরায়েলি বাহিনী তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা গোপন করলেও, বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে যে গাজায় ইহুদিবাদী সৈন্যদের মৃত্যু ও আহতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোও স্বীকার করেছে যে, প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ কৌশল তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র:
1. 1 Israeli soldier killed in Gaza, army says
– https://tinyurl.com/52zw7fe4
2. Authorities name 880 soldiers, 70 police officers killed in Gaza war
– https://tinyurl.com/ykp2yepj