যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় নিহত ২৪ জন

0
61

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে ০৪ জুলাই, শুক্রবার হঠাৎ বন্যায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। সময়ের সঙ্গে এর সংখ্যা আরও বাড়ছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ২৫ শিশু। ৫ জুলাই, শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী ঘরবাড়ি বিধ্বস্ত, সড়কপথ বিচ্ছিন্ন এবং বহু গাড়ি ভেসে গেছে।

মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন একটি ক্যাম্প ছিল নদীর ধারে। নিহতরা ওই ক্যাম্পের সদস্য।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানায়, ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্প মিস্টিক নামের একটি সামার ক্যাম্পের প্রায় ২৩ থেকে ২৫ জন মেয়ে এখনও নিখোঁজ রয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা আছে। বৃহস্পতিবার রাত থেকে হওয়া বৃষ্টির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। তবে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও শঙ্কার কথা জানানো হয়েছে। এছাড়া দক্ষিণ মধ্যাঞ্চলীয় টেক্সাসেও বন্যার সতর্কতা দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
1. Texas floods death toll rises to 24, with up to 25 children missing
-https://tinyurl.com/6p33avz2
2. Death toll from Texas floods rises to 24 as search underway for more than 20 girls unaccounted for
– https://tinyurl.com/292uzsc6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুর্বৃত্ত ইসরায়েলের বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল যেন ‘বিশাল কারাগার’
পরবর্তী নিবন্ধভিডিও || আসামে গরু জবাই ও মাংস বিক্রির বিরুদ্ধে তল্লাশি অভিযান, ১৯৬ মুসলিম গ্রেফতার