নাইজারে একটি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম মুজাহিদিন: হতাহত ২৫ এরও বেশি

0
110

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে মুজাহিদদের পরিচালিত এক অভিযানে দেশটির অন্তত ১০ সৈন্য নিহত এবং আরও ১৫ সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা, গত ৪ জুলাই শুক্রবার সকালে, বুরকিনা ফাসোর সীমান্তবর্তী নাইজারের টিলাবেরি রাজ্যে একটি সফল অভিযান পরিচালনা করছেন। রাজ্যটির সামিরা নামক এলাকায় নাইজার সেক্যুলার সেনাবাহিনীর একটি সামরিক অবস্থান লক্ষ্য করে অভিযানটি চালানো হলে, সেখানে দেশের জান্তা বাহিনী ও জেএনআইএম মুজাহিদদের মধ্যে তীব্র লড়াই হয়। এই যুদ্ধে জান্তা বাহিনী ভারী হতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হয় এবং সামরিক অবস্থান থেকে পালাতে বাধ্য হয়। জান্তা বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নেন।

৫ জুলাই (শনিবার) এক বিবৃতিতে নাইজার সেনাবাহিনী ঘোষণা করেছে যে, সামিরা এলাকায় শুক্রবার সংঘটিত যুদ্ধে মুজাহিদদের হামলায় ১০ সেনা নিহত এবং আরও ১৫ সেনা সদস্য আহত হয়েছে। এদিকে স্থানীয় সূত্রগুলো দাবি করছে, শুক্রবারের এই লড়াইয়ে নাইজার বাহিনীতে হতাহতের সংখ্যা আরও কয়েকগুণ বেশি, যা দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখা জান্তা বাহিনী লুকানোর চেষ্টা করছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4juefp4w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগুলি করে হত্যার তিন মাস পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
পরবর্তী নিবন্ধসোমালিয়া || মোকোকোরি যুদ্ধে শাবাবের হামলায় অন্তত ৪৮ শত্রু সেনা হতাহত