গাজায় বর্বর ইসরায়েলি হামলায় একদিনেই শহীদ ১০৫ ফিলিস্তিনি

0
27

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের দীর্ঘমেয়াদি ও নৃশংস সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। সর্বশেষ ০৭ জুলাই, সোমবার বর্বর এই হামলায় আরও ১০৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫৬ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৭ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনেরও বেশি মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

৭ জুলাই (সোমবার), ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের অবরোধকবলিত গাজায় লাগাতার হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিবৃতিতে বলা হয়, গত একদিনে গাজার বিভিন্ন হাসপাতাল থেকে নতুন করে আরও ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গাজা সিটি, খান ইউনুস, দেইর আল বালাহসহ বিভিন্ন এলাকায় এই মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখনো বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এবং নিরাপত্তার অভাবে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফলে বাস্তবে শহীদের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়াও জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল। কিন্তু সেই চুক্তি ভেঙে দিয়ে ১৮ মার্চ থেকে আবারও ব্যাপকহারে বোমাবর্ষণ ও স্থল অভিযান শুরু করে সন্ত্রাসী ইসরায়েল। এই নতুন ধাপে এখন পর্যন্ত ৬ হাজার ৯৬৪ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ২৪ হাজার ৫৭৬ জন।


তথ্যসূত্র:
1.Gaza: Hospitals receive 105 martyrs, death toll climbs to 57,523
– https://tinyurl.com/2esy6ndm
2. Israeli bombing targets tent in Nuseirat camp, kills three civilians
– https://tinyurl.com/5n6d5reu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্ত রক্ষায় আফগান সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে