
পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ হারুন মৃধা (৪৬) নামের এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বাউফল উপজেলার নওয়ামালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, হারুন মৃধা নওয়ামালার ‘নিজ বটকাজল’ এলাকার বাসিন্দা ও মৃত হাফেজ আলী মৃধার ছেলে। স্থানীয়দের অভিযোগ, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। এলাকায় বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওয়ামালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসের ‘অপরাধ জগতের খলিফা’ হিসেবে পরিচিত ছিল সে।
তথ্যসূত্র:
১.বাউফলে ইয়াবাসহ ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার
-https://tinyurl.com/45etmn26