
মধ্য সোমালিয়ার আফগুয়ে শহরে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের এক হামলায় মোগাদিশু বাহিনীর সিনিয়র দুই সামরিক কমান্ডার সহ অন্তত ৮ শত্রু সেনা হতাহত হয়েছে।
আল-আন্দালুস রেডিও স্টেশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (১১ জুলাই) সকালে, মধ্য শাবেলি রাজ্যের আফগুয়ে শহরে শক্তিশালী একটি আইইডি বিস্ফোরণ ঘটিয়েছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। মোগাদিশু সরকারের ন্যাশনাল আর্মির (এসএনএ) সিনিয়র কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ সুলেমান এবং ব্যাটালিয়নের লজিস্টিক অফিসার হাসানকে বহনকারী গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে শক্তিশালী বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে উক্ত হামলাটি চালানো হয়।
মোগাদিশু বাহিনীর ৭ম ব্রিগেডের অধীনে ৫৪তম ব্যাটালিয়নে দায়িত্ব পালনকারী উক্ত ২ সামরিক কর্মকর্তাদের বহনকারী গাড়িটি যখন আফগুয়ে শহরের বালি-ডুগল সামরিক ঘাঁটিতে প্রবেশ করছিল, ঠিক সেই মুহুর্তেই তাদের গাড়ি লক্ষ্য করে শক্তিশালী আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কর্মকর্তাদের বহনকারী গাড়ি ধ্বংস হয়ে যায়। ফলশ্রুতিতে গাড়িতে থাকা লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ সুলেমান এবং অফিসার হাসান তাদের ৩ দেহরক্ষী সেনা সদস্য সহ নিহত হয়। এছাড়াও আরও ৩ সেনা সদস্য আহত হয়।
সূত্রমতে, মুজাহিদদের হামলায় নিহত শত্রু বাহিনীর কর্নেল মাহমুদ সুলেমান আমেরিকান ক্রুসেডার বাহিনীর হয়ে এই অঞ্চলে দীর্ঘদিন কাজ করছিল। সে মুজাহিদদের তথ্য সংগ্রহ করে ক্রুনেডার মার্কিন বাহিনীর কাছে হস্তান্তর করত। সেই সাথে এই শত্রু কর্মকর্তা মধ্য শাবেলিতে বসবাসকারী মানুষের উপর মারাত্মক দুর্ভোগ সৃষ্টির কারণ ছিলো। ফলে সে দীর্ঘদিন ধরেই মুজাহিদদের কিলিং অপারেশনের তালিকাভুক্ত ছিলো।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/y529tvzf