
ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘রাষ্ট্রীয় বজরং দল’ (এএইচপি) আসামের কামরূপ জেলার রাঙ্গিয়া শহরে একটি অস্ত্র প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। ২ থেকে ৬ জুলাই পর্যন্ত পাঁচদিনব্যাপী আয়োজিত এই শিবিরে এক ডজনেরও বেশি যুবককে বন্দুক ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।
গত ১১ জুলাই গবেষণা ও মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিন্দুত্বওয়াচ তাদের সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে দেখা যায়, প্রশিক্ষণ শিবিরে যুবকদের বন্দুক চালানো, বন্দুক তাক করার কৌশল, এবং অস্ত্র নিয়ন্ত্রণের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেয়া হচ্ছে।
উল্লেখ্য যে, এই প্রশিক্ষণটি রাষ্ট্রীয় বজরং দলের ধারাবাহিক কর্মসূচির অংশ। সংগঠনটি নিয়মিতভাবে ভারতের বিভিন্ন রাজ্যে হিন্দু যুবকদের এমন প্রশিক্ষণ প্রদান করছে।
ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
https://archive.org/details/bajarang-dol-ostro-training-12-07-2025
তথ্যসূত্র:
1. AHP-Rashtriya Bajrang Dal held a training
– https://tinyurl.com/4hn55tfa