
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযানের অংশ হিসেবে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে অন্তত ৪৪৮ জনকে আটক করে রাজ্য পুলিশ। তবে আটক হওয়াদের মধ্যে ৪০৩ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে প্রমাণিত হওয়ায় তাদের মুক্তি দিয়েছে ওড়িশা সরকার।
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন মতে, রাজ্যের ঝাড়সুগুদা জেলায় বাংলাভাষী শ্রমিকদের আবাসিক এলাকায় সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযানে সন্দেহভাজন ৪৪৪ বাংলাদেশি ও রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে বাংলাদেশি সন্দেহে প্যারাদ্বীপ থেকে আরও ৪ জনকে আটক করা হয়। তবে আটক হওয়াদের মধ্যে বেশির ভাগই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরপরই ৪০৩ জনকে মুক্তি দেওয়া হলো।
আটক শ্রমিকদের পরিবারগুলোর দাবি, তাদের কাছে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের মতো সমস্ত প্রয়োজনীয় নথি ছিল।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা থেকে অনেক শ্রমিকরা ওড়িশায় যান কাজ করতে। তৃণমূলের অভিযোগ, সেই সব শ্রমিকদেরই বাংলাদেশি আখ্যা দিয়ে আটক করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Verification of Bengali-speaking migrant workers continues, 44 still in custody in Odisha
– https://tinyurl.com/4aaaarsm