
অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, ১৩ জুলাই, রবিবার বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে ১০ জন প্রাণ হারিয়েছেন পানি বিতরণ কেন্দ্রের কাছে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, রাতভর চালানো হামলায় বসতবাড়ি ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এই হামলায় প্রাণহানির পাশাপাশি আরও বহু আহত ও নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামার কোনো লক্ষণ নেই। প্রতিদিনের মতো ১২ জুলাই, শনিবারও সেখানে রক্তাক্ত হয়েছে সাধারণ মানুষের জীবন। খাদ্য সহায়তার লাইনে অপেক্ষারত নিরীহ মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করেছে দখলদার সেনারা। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো যেসব এলাকাকে ‘মানবিক সহায়তার কেন্দ্র’ বলছে, সেগুলোই পরিণত হয়েছে ‘মৃত্যুকূপে’। এই নির্মমতার মধ্যে নতুন করে উঠে এসেছে ফিলিস্তিনিদের ওপর চরম মানবিক সংকট এবং পরিকল্পিত নিপীড়নের চিত্র।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার রাফাহ শহরে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে ৩৪ জন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর খাদ্য সহায়তার লাইনে অপেক্ষারত ছিলেন। গুলিবিদ্ধ হন আরও অনেকেই। জিএইচএফ’র সামনে ভিড় করে থাকা সাধারণ মানুষদের ওপর সরাসরি গুলি চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এসব হামলায় ৫৭ হাজার ৮৮২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩৮ হাজার ৯৫ জন।
তথ্যসূত্র:
12.LIVE: Israeli forces bomb Palestinians at Gaza’s water distribution point
– https://tinyurl.com/s4y6n5b