গার্মেন্টস থেকে ময়লার গাড়ি– চাঁদাবাজি সর্বত্র, অ্যাকশন নিতে গিয়ে দেখি ‘এক সপ্তাহের মধ্যে বদলি হয়ে গেছি: পুলিশ কর্মকর্তার ফেসবুক স্ট্যাটাস

0
177

গার্মেন্টস থেকে ময়লার গাড়ি– চাঁদাবাজি সর্বত্র, অ্যাকশন নিতে গিয়ে দেখি ‘এক সপ্তাহের মধ্যে বদলি হয়ে গেছি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের সহকারী সুপার (এএসপি) দিদার নূর। শনিবার (১২ জুলাই) সামাজিক মাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে দিদার নূর বলেন, ‘আমি যখন গাজীপুরে কোনাবাড়ী জোনে ছিলাম তখন নিজের চোখে দেখেছি কোনাবাড়ী, কাশিমপুরে এমন কোন জায়গা নেই, যেখান থেকে চাঁদাবাজি হয় না। গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে ময়লার গাড়ি সবজায়গায় ছিল চাঁদাবাজদের বিচরণ। প্রতিদিন এক ফুটপাত থেকেই তারা লাখ লাখ টাকা চাঁদা উঠাতো।

একবার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাই। ফুটপাতে যেন দোকান বসতে না পারে, সেখান থেকে যেন কেউ চাঁদা উঠাতে না পারে, সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো কিন্তু কারো ফোনে রেসপন্স করতাম না। এক সপ্তাহ পর দেখি আমার অন্যত্র বদলি হয়ে গেছি।’

তিনি বলেন, ‘চাঁদাবাজদের সিন্ডিকেট অনেক শক্তিশালী। পুলিশ যখন পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে, তখনই এদের নির্মূল করা সম্ভব। পুলিশের অধিকাংশ সদস্যেরই চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও চাঁদাবাজদের বিরুদ্ধে খুব একটা কুলিয়ে উঠতে পারে না। উপর থেকে চাপ আসে।’


তথ্যসূত্র:
১. গার্মেন্টস থেকে ময়লার গাড়ি– চাঁদাবাজি সর্বত্র, অ্যাকশন নিতে গিয়ে দেখি ‘এক সপ্তাহের মধ্যে বদলি হয়ে গেছি’
– https://tinyurl.com/274b288j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপরকীয়ার সময় হাতেনাতে আটক বিএনপি নেতা; গাছের সাথে বেঁধে রাখল স্থানীয়রা
পরবর্তী নিবন্ধপাকিস্তানে শত্রু বাহিনীর ৫টি পোস্টে ইত্তেহাদুল মুজাহিদিনের হামলা