
যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নর্থ রিম এলাকায় এক ভয়াবহ দাবানলে ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা।
দাবানলটি হঠাৎ করে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা গ্রাস করে ফেলে। প্রচণ্ড গরম, কম আর্দ্রতা এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে, দমকলকর্মী এবং ভেতরে থাকা হাইকারদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়।
গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিমের একমাত্র পার্কের অভ্যন্তরের আবাসন ব্যবস্থা ছিল এই লজটি। আগুনে ভিজিটর সেন্টার, গ্যাস স্টেশন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, প্রশাসনিক ভবন, কর্মীদের বাসস্থান ও অনেক ঐতিহাসিক কেবিনও পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে পার্কের সুপারিনটেনডেন্ট এড কেবল।
প্রথমদিকে এটিকে নিয়ন্ত্রিত আগুন হিসেবে শুরু করা হলেও পরে তা দমন করতে পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপণ প্রচেষ্টা চালানো হয়। কর্তৃপক্ষ সতর্ক করেছে, চিকিৎসা বর্জ্য প্ল্যান্ট পুড়ে যাওয়ার কারণে ক্লোরিন গ্যাস ছড়াতে পারে, যা শ্বাসকষ্ট ও চোখে জ্বালাপোড়ার কারণ হতে পারে।
দাবানলের এই হুমকি শুধু অ্যারিজোনাতেই সীমাবদ্ধ নেই। প্রায় ৪১৮ কিলোমিটার দূরে কলোরাডোর ব্ল্যাক ক্যানিয়ন অফ দ্য গানিসন ন্যাশনাল পার্কেও বজ্রপাতের কারণে আগুন লেগেছে, যার ফলে সেখান থেকেও সমস্ত কর্মী ও দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। পুরো অঞ্চলজুড়ে প্রায় দশটি দাবানলের সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র:
1. Wildfires destroy historic lodge on Grand Canyon’s North Rim, park says
– https://tinyurl.com/yc8hypv8
2. Wildfire destroys historic Grand Canyon Lodge, forces North Rim closure for the season
-https://tinyurl.com/yp3hpxym


