
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশে দ্রুজ ও বেদুইন উপজাতিদের মধ্যে ফের তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। সরকারপন্থী বাহিনী প্রত্যাহারের একদিন পরই যুদ্ধবিরতি ভেঙে পড়ে এই সহিংসতা শুরু হয়। সংঘর্ষে ইতোমধ্যে বহু হতাহতের খবর পাওয়া গেছে।
১৮ জুলাই শুক্রবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এ বিষয়ে প্রচারিত খবরে “কোনো সত্যতা নেই”। মন্ত্রণালয়ের মুখপাত্র নূরউদ্দিন আল-বাবা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলেন, “সরকারি বাহিনীর প্রস্তুতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে, এখনো পর্যন্ত সুওয়াইদায় কোনো বাহিনী পাঠানো হয়নি।”
এর মধ্যে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেছে।যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, সুওয়াইদার পশ্চিমাঞ্চলে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেদুইন যোদ্ধাদের সঙ্গে স্থানীয় দ্রুজ যোদ্ধাদের মুখোমুখি সংঘর্ষ হয়, যেখানে বেদুইনদেরকে সরকারি বাহিনী সমর্থন দিচ্ছে।
সপ্তাহের শুরুতে সন্ত্রাসী ইসরায়েল সুওয়াইদা ও রাজধানী দামেস্কে বিমান হামলা চালায়। সিরিয়ার পক্ষ থেকে এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন ও “দেশে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করা হয়।
শুক্রবার (১৮ জুলাই), সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বেদুইন নেতা আব্দুল মু’নিম আল-নাসিফ অস্ত্রধারীদের মাঝে দাঁড়িয়ে অন্যান্য প্রদেশের উপজাতিদের সুওয়াইদায় এসে “গণহত্যা ও জাতিগত নিধনের হাত থেকে জনগণকে রক্ষা” করার আহ্বান জানায়।
আল জাজিরা কর্তৃক যাচাই করা বেশ কয়েকটি ভিডিওতে সংঘর্ষের গোলাগুলির শব্দ শোনা গেছে এবং বেদুইন যোদ্ধাদের সহায়তায় নতুন বাহিনীকে এলাকায় প্রবেশ করতে দেখা গেছে।
বুধবার ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির আওতায় সরকারি বাহিনী সুওয়াইদা থেকে সরে গেলে দ্রুজ স্কলার ও স্থানীয় নেতাদের হাতে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করা হয়। তবে দুই দিনের মধ্যেই সেই চুক্তি ভেঙে পড়েছে। আল জাজিরার সংবাদদাতা জেইনা খদর জানান, “এই সংঘাত এক পুরনো বিভাজনকে সামনে এনেছে, তবে বর্তমানে এটি আরো জটিল রূপ নিয়েছে।”
সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানায়, “সুওয়াইদায় চলমান অস্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে ইসরায়েল আগামী ৪৮ ঘণ্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সীমিতভাবে প্রবেশের জন্য অনুরোধ জানিয়েছে।”
তবে সিরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র:
1. Clashes erupt again in Syria’s Suwayda between Bedouin and Druze fighters
– https://tinyurl.com/4dmr58np