
ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমিরের জারিকৃত সাধারণ ক্ষমার ডিক্রি অনুযায়ী সকল আফগান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অতীতে যুদ্ধাপরাধে জড়িত থাকার কারণে কাউকে আটক কিংবা নজরদারিতে রাখা হচ্ছে না।
সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভুলবশত ব্রিটিশ বাহিনীর সাথে সহযোগিতাকারী আফগান নাগরিকদের পরিচয় প্রকাশ করেছে। এর প্রতিক্রিয়া হিসেবে উপরোক্ত বিবৃতি জানিয়েছে ইমারতে ইসলামিয়ার উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ।
তিনি এই ধরনের প্রতিবেদনকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে বলেন, যাদেরকে সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দেয়া হয়েছে তাদের ওপর গোয়েন্দা সংস্থার নজরদারি বজায় রাখার কোনও অবকাশ নেই। এছাড়া এই সংক্রান্ত প্রাসঙ্গিক নথি ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা বিভাগেই বিদ্যমান রয়েছে। এগুলোর জন্য যুক্তরাজ্যের রাজনৈতিক রেকর্ডের উপর নির্ভর করার কোনও প্রয়োজন নেই।
তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্য হল নির্দিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি করা।
উল্লেখ্য যে, প্রকাশ হওয়া তথ্যের মধ্যে রয়েছে ১৯ হাজার আফগান নাগরিকের রেকর্ড, যারা ইতোপূর্বে যুদ্ধে ব্রিটিশ বাহিনীকে সহযোগিতা করেছিল। এর মধ্যে সাড়ে ৪ হাজার আফগানকে গোপন কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্যে স্থানান্তরিত করা হয়েছে বলে তথ্য ফাঁস হয়। বিতর্কের মুখে এই স্থানান্তর কর্মসূচি বন্ধ করেছে ব্রিটিশ সরকার।
তথ্যসূত্র:
1. Data Leak in the UK: Islamic Emirate Emphasizes Amnesty Decree
– https://tinyurl.com/bbwhpaa4


