গাজায় শিশুদের উপর ভয়ংকর পেরেকভর্তি বোমা মারছে দুর্বৃত্ত ইসরায়েল

0
90

ফিলিস্তিনের গাজায় নতুন একধরণের ভয়ংকর বোমা ব্যবহার করছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। বিশেষ করে শিশুদের হত্যা করতে এধরণের বোমা দিয়ে হামলা করছে দখলদার ইসরায়েল। সম্প্রতি নিহত শিশুদের পর্যবেক্ষণ করে স্থানীয় চিকিৎসক দল বিষয়টি নিশ্চিত হয়েছে।

গাজার চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বর্বর ইসরায়েলি হামলায় গাজাজুড়ে ১৮ জুলাই, শুক্রবার ভোর থেকে কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ ও বোমাবর্ষণ কবলিত উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা বর্ণনাতীত। প্রতিদিনের আহতদের চাপ চিকিৎসকদের বাছাই করে চিকিৎসা দিতে বাধ্য করছে।

আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ বলেছেন, শিশুসহ আহতদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিছু কিছু ক্ষত ড্রোন হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ড্রোন ক্ষেপণাস্ত্রগুলোতে পেরেক, ধাতু এবং ধারাল পদার্থ ছিল। যা বিস্ফোরণের পর তীব্রগতিতে ছড়িয়ে পড়ে আঘাত হানে। ফলে অভ্যন্তরীণ রক্তপাত হয়। এই আক্রমণগুলো ক্রমবর্ধমান এবং বিশাল জনসমাগম, বাজারে বা পানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের লক্ষ্য করে করা হচ্ছে।

মাহমুদ আরও বলেন, দখলদার ইসরায়েল ভিন্ন অস্ত্র ব্যবহার করার দাবি করছে। আমরা যখন মাটিতে তাকাই, তখন আমরা দেখতে পাই যে হতাহতের অবস্থা ইসরায়েলের কথার বিপরীত।

শুক্রবার পূর্ব গাজা শহরের তুফাহ এলাকায় ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া আন-নাজলায় ইসরায়েলি বিমান হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

এর আগে দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় বড় ধরনের আগুন লেগেছে এবং শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আল-মাওয়াসিতে বারবার মারাত্মক ইসরায়েলি গুলিবর্ষণের ঘটনা ঘটছে।


তথ্যসূত্র:
1. Israel kills 35 in Gaza attacks, using ‘drone missiles packed with nails’
– https://tinyurl.com/3rvdm8cn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের তাখার প্রদেশে সোনার খনির কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি: হেফাজতে ইসলাম