
গাজায় ইসরায়েলি ইহুদিবাদী বাহিনীর অব্যাহত হামলা ও সহিংসতায় মুসলিম জনগণের ওপর যে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে, সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। গত ২০ জুলাই এক বিবৃতিতে তারা সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর এসব কর্মকাণ্ডকে ‘নির্মম’ ও ‘অমানবিক’ বলে আখ্যায়িত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক দিনগুলোতে গাজার লক্ষ লক্ষ বেসামরিক মানুষ ভয়াবহ খাদ্য ও পানির সংকটে পড়েছে। তারা ব্যাপকভাবে অসুস্থতায় ভুগছে এবং প্রতিনিয়ত বিমান হামলার শিকার হচ্ছে। এই পরিস্থিতি এক গভীর মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে।’
ইমারতে ইসলামিয়া আরও জানিয়েছে, তারা আবারও ইসরায়েলি ইহুদিবাদী বাহিনীর চলমান অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েল পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের অনাহারে রেখেছে, অবরোধ আরোপ করেছে, মানবিক সাহায্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং নারীদের ও শিশুদের বারবার টার্গেট করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে আল্লাহর দরবারে আমাদের কোনো জবাব থাকবে না। প্রত্যেককেই একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে এবং আল্লাহর ন্যায়সঙ্গত শাস্তি ভোগ করতে হবে।’
বিবৃতির শেষাংশে বলা হয়, ‘আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি, যেন তিনি গাজার নির্যাতিত মুসলিমদের জন্য মুক্তির পথ উন্মুক্ত করে দেন এবং ইহুদিবাদী আগ্রাসী ও তাদের সমর্থকদের ওপর এমন এক শাস্তি বর্ষণ করেন, যা সমগ্র মানবজাতির জন্য একটি জ্বলন্ত শিক্ষা হয়ে থাকবে।’
তথ্যসূত্র:
1. Islamic Emirate Statement on the Starvation and Oppression of Women and Children in Gaza
– https://tinyurl.com/pd29ums9