
গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ৮৫ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনের বেশি, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ২০ জুলাই, রবিবার দু’টি ত্রাণকেন্দ্রের কাছে ঘটনাটি ঘটেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরের জিকিম ক্রসিং দিয়ে প্রবেশ করা ২৫টি খাদ্যবাহী ট্রাককে কেন্দ্র করে সৃষ্টি হয় এক বিশাল জনসমাগম। ক্ষুধার তাড়নায় ছুটে আসা মানুষের এই ভীড়েই ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালায়। এ ঘটনায় অন্তত ৭৯ জন শহীদ হন। জাতিসংঘের তোলা ভিডিও ফুটেজে দেখা যায়—ট্রাকের পেছনে ছুটছে শত শত মানুষ, আর তাদের পেছনে চলছে স্বয়ংক্রিয় অস্ত্রের গর্জন।
এক প্রত্যক্ষদর্শী ইহাব আল-জেই বলেন, “হঠাৎ চারদিক থেকে ট্যাংক এসে ঘিরে ফেলে, গুলি আর বোমা বর্ষণে আটকে পড়ি দুই ঘণ্টার জন্য। এখন আর ফিরে যাব না। ক্ষুধায় মরাই ভালো।”
আহত নাফিজ আল-নাজ্জার বলেন, “ট্যাংক আর ড্রোন এলোমেলোভাবে মানুষদের লক্ষ্য করে গুলি চালায়। আমার চাচাতো ভাইসহ অনেকেই চোখের সামনে প্রাণ হারাল।”
এদিকে, দক্ষিণের রাফাহ শহরের শাকুশ এলাকায় আরও ৬ জন নিহত হন, যারা একটি মানবিক সহায়তা কেন্দ্রের কাছাকাছি অপেক্ষা করছিলেন। এই কেন্দ্রটি একটি মার্কিন-ইসরায়েল অনুমোদিত সংস্থা পরিচালনা করছিল।
গাজায় ইহুদিবাদী দখলদার ইসরায়েলের নির্মমতা দিন দিন বেড়েই চলেছে। ক্ষুধা, যুদ্ধ ও বাস্তুচ্যুতির মধ্যে ফিলিস্তিনিরা মানবেতর জীবনযাপন করছে। ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল তাদের সামরিক শক্তি প্রয়োগ করে শুধু একটি ভূখণ্ড নয়, একটি জাতির অস্তিত্বকেই মুছে ফেলতে চাচ্ছে।
তথ্যসূত্র:
1. Officials say 85 Palestinians seeking aid are killed in Gaza as Israel widens evacuation orders
– https://tinyurl.com/mr3n2khe