‘সরি’ না বলায় হাসপাতালে ঢুকে ডাক্তারকে ছুরিকাঘাত স্বেচ্ছসেবক দল নেতার

0
91

সুনামগঞ্জে রোগী দেখানোর সিরিয়াল নিয়ে তর্কাতর্কির পর সরি না বলায় কর্তব্যরত চিকিৎসককে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিনের বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টায় শহরের হাছাননগরের বেসরকারি ক্লিনিক আনিসা হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রায়হান উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার বাসা ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন কালিবাড়ি এলাকায়। তার সহযোগী ছাত্রদল নেতার নাম শাহনেওয়াজ মুবিন। তার বাসা শহরের বড়পাড়া এলাকায়।

আহত চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহাগকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ও পিঠে একাধিক ছুরিকাঘাত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

ক্লিনিক কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী ও পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, মঙ্গলবার বিকালে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করতে আনিসা হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন। আসার পর সিরিয়াল ভেঙে স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করতে চাইলে কর্তব্যরত চিকিৎসক গোলাম রব্বানী সোহাগ সম্মত হননি। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। পরে মালিকপক্ষের হস্তক্ষেপে বিষয়টি মিটমাটের পর স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করিয়ে বাসায় পাঠিয়ে দেয়।

ক্লিনিকের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকাল ৪টা ৩ মিনিটের দিকে ছাত্রদল নেতা মুবিনকে সঙ্গে নিয়ে আলট্রাসনোগ্রাম কক্ষের দিকে এগোচ্ছেন স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন। এর কিছুক্ষণ পর অপেক্ষারত রোগী ও তাদের স্বজনদের দৌড়ে বের হতে দেখা যায়।

ক্লিনিকের অন্যতম মালিক শামসুল আলম জুয়েল গণমাধ্যমকে জানিয়েছে, আমি শোরগোল শুনে আলট্রাসনোগ্রাম কক্ষের দিকে গিয়ে দেখি রায়হান ও তার সঙ্গের এক যুবক ডাক্তারকে উপর্যুপরি ছুরিকাঘাত করছে। অনেক কষ্টে উনাকে তাদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তারা ডাক্তারকে ছুরিকাঘাতের পাশাপাশি আলট্রাসনোগ্রাম কক্ষের দুটি কম্পিউটারও ভাঙচুর করেছে।


তথ্যসূত্র:
১. ‘সরি’ না বলায় ডাক্তারকে ছুরিকাঘাত করলেন স্বেচ্ছাসেবক দল নেতা!
– https://tinyurl.com/2n9m5h5u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগুলিস্তানে ককটেলসহ গ্রেফতার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দুই নেতা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ৭,৭০০টি মৎস্য খামার প্রতিষ্ঠার উদ্যোগ, পূরণ হবে ৯০% চাহিদা