
ভারী বর্ষণ, বৈরী আবহাওয়া, অমাবস্যা ও গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে হাতিয়ার নিম্নাঞ্চল। এর ফলে দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় চার কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে দুই দিনে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রায় চার কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, জলোচ্ছ্বাসে পানিবন্দি হয়ে পড়েছে বেড়িবাঁধের বাইরের হাজার হাজার মানুষ। জোয়ারে নিঝুম দ্বীপ, সুখচর ইউনিয়নের ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড় ও সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা ৪নং ওয়ার্ড, চরইশ্বর ইউনিয়ন ও হরণী ইউনিয়নে বেড়িবাঁধের বাহিরে অধিকাংশ এলাকা সম্পূর্ণ ডুবে গেছে। এসব এলাকায় জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে বসতঘর, রান্নাঘর, আঙিনা, রাস্তাঘাট ও মাছের ঘের। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরপানি জমে আছে।
সুখচর ছাড়াও নলচিরা, চরঈশ্বর ও নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদেও পানি প্রবেশ করেছে। এছাড়া বেড়িবাঁধ না থাকায় উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নিঝুম দ্বীপ, দমারচর, ঢালচর, চরগাসিয়া, নলেরচর, বয়ারচর, চর আতাউর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এসব চরে বসবাসকারী হাজারো মানুষ এখন বিপদাপন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন।
তথ্যসূত্র:
১. জোয়ারে ৪ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, পানিবন্দি হাজারো মানুষ
– https://tinyurl.com/3bh54p2j


