দখলদার বাহিনীতে মানসিক বিপর্যয়ের ঢেউ, যুদ্ধে ফিরতে না চাওয়ায় কারাগারে ৪ ইসরায়েলি সেনা

0
73

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল যখন গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তখন তাদের ভেতরেই দেখা দিচ্ছে গভীর সংকট। যুদ্ধ ক্লান্তি, মানসিক বিপর্যয় এবং সেনা বিদ্রোহ—এই ত্রিমুখী ধাক্কায় এখন কেঁপে উঠছে দখলদার বাহিনী। সম্প্রতি গাজা অভিযানে ফেরত যেতে অস্বীকৃতি জানানোয় ইহুদিবাদী বাহিনীর ‘নাহাল’ ব্রিগেডের চার সেনাকে কারাদণ্ড দিয়ে সামরিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের অন্যতম আক্রমণাত্মক পদাতিক ইউনিট ‘নাহাল ব্রিগেড’-এর কয়েকজন সেনা গাজায় ফেরত যেতে অস্বীকৃতি জানিয়েছে। ‘কান’ টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, চার সেনা সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে যে, আগের গাজা অভিযানে অংশ নেওয়ার ভয়াবহ স্মৃতি ও মানসিক আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা। সেনাদের দাবি—তারা ভেতর থেকে ভেঙে পড়েছে। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর মেডিকেল ইউনিট তাদের ‘শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত’ ঘোষণা করে। ফলস্বরূপ, সেনাবাহিনী তাদের মানসিক অভিযোগ উপেক্ষা করে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কারাদণ্ড এবং সামরিক দায়িত্ব থেকে অপসারণ করেছে।

‘ইয়েদিয়োত আহরোনোত’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, নাহাল ব্রিগেডের ৫০ নম্বর ব্যাটালিয়নের ১১ জন সেনা গাজায় ফের অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানায়। সেনাদের একজন বলেছে, “আমরা চিকিৎসকের ছাড়পত্র পেলেও মানসিকভাবে আমরা গাজার মাটিতে পা রাখার মতো অবস্থায় নেই।” কিন্তু এমন বক্তব্যকে সেনা কমান্ডাররা দুর্বলতা হিসেবে দেখিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা নিয়েছে।

এই প্রবণতা এখন দখলদার বাহিনীতে একটি নতুন সংকটের জন্ম দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘গ্রে রিফিউজাল’। এটি একপ্রকার নীরব বিদ্রোহ, যেখানে সেনারা সরাসরি যুদ্ধবিরোধী অবস্থান না নিয়ে পারিবারিক বা স্বাস্থ্যগত অজুহাত দেখিয়ে যুদ্ধ এড়িয়ে যায়। দখলদার বাহিনীর জন্য এটি একটি বিপজ্জনক মোড়।

তেলআবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, গাজা যুদ্ধে অংশ নেওয়া রিজার্ভ সেনাদের অন্তত ১২ শতাংশ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD)-এ ভুগছে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল তার দখলদার বাহিনীকে দিয়ে যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, সেই আগ্রাসনের আগুন আজ তাদের অন্তর্গত চেতনাতেও ধ্বস নামিয়েছে। যুদ্ধের নামে নিরস্ত্র জনগণের ওপর চালানো সহিংসতা এখন উল্টো হয়ে ফিরছে তাদের সৈনিকদের মানসিক বিপর্যয়, দায়িত্ব পালনে অনীহা ও অবাধ্যতার রূপে।

এই সংকট শুধু একটি সেনাবাহিনীর নয়; এটি এক অবৈধ দখলদার জাতির আত্মিক পরাজয়ের প্রমাণ। যখন ন্যায়বিচারহীনতা, মানবতা বিরোধী কর্মকাণ্ড এবং অহঙ্কারের ওপর রাষ্ট্র গড়ে ওঠে, তখন তার ভিতরে ফাটল ধরেই। গাজায় যারা আগ্রাসন চালাতে গিয়েছিল, আজ তারাই ফেরার সাহস হারিয়ে ফেলছে। তাদের অস্ত্র আছে, প্রযুক্তি আছে—কিন্তু নেই অন্তরের সাহস, নেই নৈতিক বল।


তথ্যসূত্র:
1. Four IDF soldiers jailed after refusing Gaza deployment due to combat trauma
– https://tinyurl.com/4er68rw7
2. 3 Israeli soldiers dismissed, jailed for refusing to return to fighting in Gaza
– https://tinyurl.com/2m5ccapa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনীলফামারীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হিন্দু যুবকের কটূক্তি; ফাঁসির দাবিতে তাওহিদি জনতার বিক্ষোভ
পরবর্তী নিবন্ধদুটি ভিন্ন ফ্রন্টে বুরকিনান জান্তার বিরুদ্ধে মুজাহিদদের ৩টি অভিযান: নিহত ৭ শত্রু সেনা