ভিডিও || ইস্পাত উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

0
110

ইস্পাত উৎপাদনে পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির ইস্পাত কারখানাগুলোতে এখন বড় পরিসরে লোহা ও ইস্পাতজাত পণ্য তৈরি হয়ে থাকে। ফলস্বরূপ ইস্পাত খাতের অংশ হিসেবে শীঘ্রই দেশটিতে রেলওয়ে শিল্পের বিকাশ ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বর্তমানে আফগানিস্তানে ৪০টিরও অধিক ইস্পাত তৈরি কারখানা সক্রিয় রয়েছে। এই সব কারখানায় ২০ হাজারের অধিক লোক কর্মরত রয়েছেন।

ইস্পাত শিল্প খাতে আফগানিস্তান তার প্রতিবেশী দেশগুলো থেকেও এগিয়ে রয়েছে, এমনকি বাজারে রাশিয়ান ইস্পাত পণ্যের সাথে অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।

ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর নতুন করে ইস্পাত শিল্প পুনর্গঠনে মনোযোগ দেয়া হয়েছে, যা ধাতব পণ্য তৈরিতে আফগানিস্তানকে স্বনির্ভর করে তুলেছে।

ভিডিও দেখুন:

ভিডিও লিংক: https://archive.org/details/afghanistan-has-achieved-complete-self-sufficiency-in-the-steel-sector


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2bn5t6tc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের ফারিয়াব প্রদেশে নতুন ৫টি বালিকা বিদ্যালয় উদ্বোধন
পরবর্তী নিবন্ধকাতারে দক্ষ শ্রমিক প্রেরণে ইমারতে ইসলামিয়ার আনুষ্ঠানিক কর্মসূচি’র যাত্রা