কাতারে দক্ষ শ্রমিক প্রেরণে ইমারতে ইসলামিয়ার আনুষ্ঠানিক কর্মসূচি’র যাত্রা

0
67

কাতারে দক্ষ ও পেশাদার আফগান শ্রমিক প্রেরণ করতে আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই পদক্ষেপে প্রাথমিকভাবে ২ হাজার কর্মী প্রেরণ করা হবে। দেশে বেকারত্ব হ্রাস ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ।

তিনি বলেন, উক্ত উদ্যোগের ফলে দেশে বেকারত্ব হ্রাস পাবে, নাগরিকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, সংশ্লিষ্ট দেশসমূহের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে, এছাড়া আফগানিস্তানের আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিদেশে আইনি প্রক্রিয়ায় আফগান শ্রমিক প্রেরণের ফলে অবৈধ অভিবাসন হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রী আব্দুল মান্নান ওমারি হাফিযাহুল্লাহ। তিনি বলেন, কাতার ছাড়াও তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা শুরু করেছে মন্ত্রণালয়।

উল্লেখ্য যে, এই পদক্ষেপের ফলে প্রথমবারের মত আইনি ও সংগঠিত চ্যানেলের মাধ্যমে বিদেশে কর্মী প্রেরণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আফগানিস্তান।


তথ্যসূত্র:
1. Afghanistan launches program to send skilled workers to Qatar
– https://tinyurl.com/yw3fuzhc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইস্পাত উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধকাশ্মীরে তিন যুবককে শহীদ করল দখলদার ভারতীয় বাহিনী