
বিগত ১ বছরে আফগানিস্তানের ৩৪টি প্রদেশে কৃষকদের মধ্যে ৪৩০০০ মেট্রিক টনেরও অধিক উন্নত গমের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া শত শত টন উন্নত শাকসবজি, জাফরান, তুলা এবং অন্যান্য ঔষধি গাছের উন্নত বীজ প্রদান করা হয়েছে। এছাড়া গত এক বছরে ১ বিলিয়ন আফগানি মূল্যে কৃষকদের নিকট হতে অতিরিক্ত ৩৮ হাজার টন গম সংগ্রহে রাখা হয়েছে।
সম্প্রতি কাবুলে সংবাদ সম্মেলনে বার্ষিক কর্মসম্পাদন প্রতিবেদন উপস্থাপনকালে তথ্যসমূহ জানায় ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
প্রতিবেদনে আরও জানানো হয়, কৃষি উন্নয়ন তহবিলের আওতায় বিগত এক বছরে কৃষক, পশু খামারি ও বেসরকারি খাতে ১.৪ বিলিয়ন আফগানি অর্থায়ন করা হয়েছিল।
দেশে শত শত গ্রিনহাউজ ও বাগান প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া গবেষণা খামারসমূহে ৪৯৩টি গবেষণা পরিচালনা করা হয়েছে, যার মাধ্যমে নতুন ও প্রতিরোধী উদ্ভিদের জাত সনাক্ত করা গেছে।
খরার প্রভাব হ্রাস করতে ১৩৮টি চেকবাঁধ নির্মাণ করেছে ইমারতে ইসলামিয়ার কৃষি বিভাগ। এছাড়া বর্তমানে দেশের ৮০ শতাংশ বন সংরক্ষণে রয়েছে। কেবল ২০ শতাংশ বন ব্যক্তিগত ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছে। বনসম্পদের অপব্যবহার রোধে প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/d2h9bv67
2. https://tinyurl.com/4p2v74j3


