
আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এতে আরও ৮০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ২৯ জুলাই, মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে গুলি-বোমা ছাড়াও অনাহারে প্রাণহানি বাড়ছে। গাজায় অনাহারে নতুন করে আরও ১৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাদের মধ্যে দুজন শিশু। এ নিয়ে অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। যাদের মধ্যে ৮৮ জনই শিশু।
মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, ২৮ জুলাই, সোমবার এসব প্রাণহানি ঘটে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, অনেক আহত- লোকদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। এ ছাড়া ধ্বংসস্তূপেরও নিচেও অনেকে আটকা পড়ে আছেন। তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয়।
সম্প্রতি গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের মার্চ মাসে দখলদার ইসরায়েল উপত্যকাটিতে পুরোপুরি অবরোধ আরোপ করে, যা মে মাসে আংশিক তুলে নেওয়া হলেও এখনও সীমিত পরিমাণে ত্রাণ ঢুকছে। জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও প্রয়োজনীয় সাহায্য ঢুকতে পারছে না।
ইউএনআরডব্লিউএ–এর প্রধান ফিলিপ ল্যাজারিনি জানিয়েছে, গাজায় অবস্থানরত তার সহকর্মীরা মানুষজনকে এমন অবস্থায় দেখছেন যেন তারা ‘না বেঁচে আছে, না মরেছে – যেন চলমান লাশ’।
২০২৩ সালের অক্টোবরে বর্বর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় শহীদের সংখ্যা ৫৯,৯২১ জনে পৌঁছেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও কমপক্ষে ১,৪৫,২৩৩ জন।
তথ্যসূত্র:
1. Israel kills more than 80 in Gaza as outrage over hunger crisis grows
– https://tinyurl.com/2rm8fpzs


