
কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরে এখনো বহাল তবিয়তে শেখ মুজিবুর রহমান ও স্বৈরাচার শেখ হাসিনা ও বাহাউদ্দিন বাহারের ছবি। এসব ছবি নামাতে অনীহা প্রকাশ করেছে উপ-পরিচালক মো. শামসুজ্জামান।
সরজমিনে গণমাধ্যমের রিপোর্টে দেখা যায়, কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরে নোটিশ বোর্ডে লাগানো রয়েছে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও কুমিল্লার দানব খ্যাত বাহাউদ্দিন বাহারের কয়েকটি ছবি।
জানা যায়, গত ৪ বছর ধরে কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মরত আছে মো. শামসুজ্জামান। কার্যালয়ে তার ব্যক্তিগত ছবিও বড় করে টানানো রয়েছে। পাশাপাশি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও বাহাউদ্দিন বাহারের ১০টি ছবি রয়েছে তার কার্যালয়ে। এর আগে তার অফিসের কর্মকর্তারা ছবি নামাতে চাইলেও সে নামাতে দেয়নি।
গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা তার এমপি মন্ত্রী ও নেতাদের নিয়ে পালিয়ে গেলেও তার ছবি তার বাবা শেখ মুজিবুর রহমান এবং কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী বাহারের ছবি যুব উন্নয়ন কার্যালয়ে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
তথ্যসূত্র:
১. মুজিব-হাসিনার ছবি নামাতে অনীহা যুব উপ-পরিচালক শামসুজ্জামানের
– https://tinyurl.com/2kbr6w49


