নওগাঁ ও পঞ্চগড় সীমান্তে নারী ও শিশুসহ ২৭ জনকে পুশইন করলো বিএসএফ

0
30

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে।  বুধবার (৩০ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও নারী ৯ জন। তাদের বাড়ি যশোর, নওগাঁ, সিলেট, খাগড়াছড়ি, বরিশাল, কক্সবাজার, গোপালগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায়।

বিজিবি গণমাধ্যমকে জানিয়েছে, সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ ১০ জনকে পুশ ইন করে। অপর দিকে একই রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে আরও ৭ জনকে পুশ ইন করা হয়। পরে বিজিবির ঘাগড়া ও ভজনপুর বিওপির টহল দল পৃথক অভিযানে ১৭ জনকেই আটক করে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান গণমাধ্যমকে বলেন, ‘পঞ্চগড় সদর সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ১০ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাঁদের পরিচয় যাচাই করা হচ্ছে। আপাতত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।’

এদিকে নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর। তাদের মধ্যে দুজন যুবক ও আটজন নারী।


তথ্যসূত্র:
১.পঞ্চগড় ও নওগাঁ সীমান্ত দিয়ে ২৭ জনকে পুশ ইন করল বিএসএফ
-https://www.ajkerpatrika.com/bangladesh/ajp9dc1lxyxny

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিল্লিতে ‘জিন্স জিহাদ’-এর অভিযোগ তুলে মুসলিম দর্জিদের ব্যবসা বন্ধ করল প্রশাসন
পরবর্তী নিবন্ধদখলদার ইসরায়েলি বাহিনীতে তীব্র মানসিক স্বাস্থ্য সঙ্কট: গাজার আগ্রাসনে প্রায় ৫০ আত্মহত্যা